বন্ধুর পাশেই বন্ধু থাকে, ভারতকে বলল ইসরায়েল
আপলোড সময় :
২৫-০৪-২০২৫ ০৯:৫৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৪-২০২৫ ০৯:৫৪:৪৩ অপরাহ্ন
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধলে ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল।
দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেছেন, আমরা ভারতের পাশে আছি। এটি আমাদের নৈতিক অবস্থান। বন্ধুর পাশে বন্ধুই থাকে।
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইনের কাছে জানতে চাওয়া হয়, যদি ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে, সে ক্ষেত্রে ইসরায়েল ভারতের পাশে থাকবে কি না? জবাবে মারমোরস্টেইন বন্ধু এভাবে বন্ধুর পাশে থাকে বলে মন্তব্য করেছেন।
পেহেলগাম হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এমন বার্তা দেয় ইসরায়েল। তারা এ হামলাকে ইসরায়েলে ২০২৩ সালে হামাসের দ্বারা সংঘটিত হামলার সঙ্গে তুলনা করে জানায়, দুটি ঘটনার মধ্যে বহু মিল রয়েছে।
মারমোরস্টেইন আরও বলেন, আমরা মনে করি, ইসরায়েলের মাটিতে অতীতে যে ধরনের হামলা হয়েছে, এ হামলার সঙ্গে তার অনেকটাই সাদৃশ্য রয়েছে। পরিস্থিতি ভিন্ন হলেও হত্যাযজ্ঞের চরিত্র এক। ভারতের মতো আমরাও সন্ত্রাসবাদের শিকার। নির্দোষ নাগরিকদের ওপর জিহাদি উগ্রপন্থি মানসিকতার আক্রমণ কীভাবে আঘাত হানে, তা আমরা বুঝি।
ভারতের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, যখন উগ্র সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে, তখন কী বেদনা হয়। ইসরায়েল অতীতেও ভারতের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও ১ জন নেপালি নাগরিক নিহত হন। ভারতের দাবি, পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে মদদ দিচ্ছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স