পারভেজ হত্যায় ২ নারী শিক্ষার্থী আটক
আপলোড সময় :
২৫-০৪-২০২৫ ০১:০২:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৪-২০২৫ ০১:০২:২৫ অপরাহ্ন
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই নারী শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়।
আটক শিক্ষার্থী দুজন হলেন, ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। এ নিয়ে এ হত্যা মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়। এর আগে পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিবি বলছে, পারভেজ হত্যাকাণ্ডের ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা আত্মগোপনে ছিল। তাদের গ্রেফতারে অভিযান চালায় ডিবি। আজ বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে তারা জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ভবনে ২ দিন আগে বাসা ভাড়া নেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। ঘটনাটি পরে মীমাংসা করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ঘিরে ধরে ৩০ থেকে ৪০ জন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স