ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের ফের অবরোধ: বৈষম্যবিরোধী আন্দোলনের উত্তেজনা চরমে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৮:০৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৮:০৬:৩৪ অপরাহ্ন
শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের ফের অবরোধ: বৈষম্যবিরোধী আন্দোলনের উত্তেজনা চরমে ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রথমে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এবং পরে শাহবাগ মোড় অবরোধ করেছেন, যার ফলে উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

 

আজ দুপুরে জুমার নামাজের পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্র-জনতার গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে অবরোধ করেন। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সেখানে অবস্থান করার পর তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছান। বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকশ শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করেন, যার ফলে সড়কের উভয় পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়।

 

সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর সায়েন্সল্যাব মোড়ে গণমিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যোগ দেন। দীর্ঘসময় ধরে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন।

 

শিক্ষার্থীরা স্লোগান দেন, "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে", "এক-দুই-তিন-চার, শেখ হাসিনা স্বৈরাচার", "রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়", "ভুয়া ভুয়া, পুলিশ ভুয়া"।

 

শিক্ষার্থীদের এ অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে এবং জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ