হৃদয়কে নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম
আপলোড সময় :
২৫-০৪-২০২৫ ১২:৪৫:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৪-২০২৫ ১২:৪৫:৫৪ অপরাহ্ন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তামিমের দল মোহামেডানের নেতৃত্ব দেওয়া তাওহিদ হৃদয় ও আছেন তামিমের সঙ্গে। এ ছাড়া দলটির অন্যান্য ক্রিকেটাররাও থাকতে পারেন। ইতোমধ্যে তামিম স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা গেছে।
শোনা যাচ্ছে, প্রিমিয়ার লিগে গত কয়েক দিনে তাওহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন তামিম। প্রসঙ্গত, অসুস্থতায় ছিটকে যাওয়ার আগে মোহামেডানের নেতৃত্বে ছিলেন টাইগার সাবেক এই ওপেনার।
ঘটনার সূত্রপাত গেল ১২ এপ্রিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহিদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিল করা হয়েছিল।
পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে আসে। প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচেই আবার মাঠে নেমে ছিলেন হৃদয়। মূলত হৃদয়কে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অব কন্টাক্ট। সেদিন সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন।
এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। বিসিবির আম্পায়ারিং করতে চান না বলে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। এমন উত্তাপের মধ্যেই নতুন করে সেই এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হচ্ছে হৃদয়ের। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেইনর নাজমুল আবেদিন ফাহিম।
আবারও নিষেধাজ্ঞার মুখে পড়ায় সুপার লিগে মোহামেডানের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। এর মধ্যেই শোনা যায়, মোহামেডানের ক্রিকেটারদের নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন তামিম।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স