ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না: ট্রাম্প

আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০২:৩৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০২:৩৮:০১ অপরাহ্ন
জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না: ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য চুক্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৩ এপ্রিল) ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন, রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তিতে রাজি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্পের।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, জেলেনস্কির জন্যই যুদ্ধ বন্ধ করাটা কঠিন হয়ে পড়েছে। এর আগে জেলেনস্কি জানিয়ে দেন, তিনি কিছুতেই ক্রাইমিয়াকে রাশিয়ার এলাকা বলে স্বীকার করবেন না।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ক্রাইমিয়াকে রাশিয়ার এলাকা বলে স্বীকৃতি দেয়ার কথা আছে।

ট্রাম্প বলেছেন, আমি মনে করি, আমরা রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছেছি, কিন্তু জেলেনস্কির সঙ্গে তা হয়নি। আমি মনে করেছিলাম, জেলেনস্কির সঙ্গে মতৈক্যে পৌঁছানো সহজ হবে। কিন্তু এটা অনেক কঠিন হচ্ছে।

ট্রাম্প বলেন, আমি মনে করি, এরপরেও চুক্তি হবে। কারণ, আমি এই চুক্তি চাই, আর এজন্য অনেক অর্থ ব্যয় করেছি। তাছাড়া মানবিকতার জন্য এটা দরকার।

এদিকে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্রাইমিয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমি যুদ্ধ বন্ধ করতে চাই। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো পক্ষকেই আমি বিশেষ সুবিধা পাইয়ে দিতে চাই না।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ