ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ছাত্র-জনতার গণমিছিল ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া

খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্র

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৭:৫৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৭:৫৬:৩০ অপরাহ্ন
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্র ছবি: সংগৃহীত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর ৩টায় মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে, জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে, যা বিশ্ববিদ্যালয়ের আশপাশের গল্লামারী এবং জিরো পয়েন্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

 

জুমার নামাজের পর আন্দোলনকারীরা খুলনার শিববাড়ী মোড়ে সমবেত হন এবং সেখান থেকে মিছিল নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন। জিরো পয়েন্টে পৌঁছানোর আগে তারা পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিপুলসংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে। বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেন এবং পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। বর্তমানে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড় দখলে রেখেছেন এবং রূপসা সেতু বাইপাসের দুই পাশে পুলিশ অবস্থান করছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ছে।

 

এর আগে, নগরীর শিববাড়ী মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গল্লামারী যাওয়ার পথে সোনাডাঙ্গা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছানোর পর, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে।

 

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, "আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।" পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ