ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

কাশ্মীরে হামলার দায় স্বীকার, জড়িত সেই জঙ্গি গোষ্ঠী

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৯:৩৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৯:৩৭:৪৯ অপরাহ্ন
কাশ্মীরে হামলার দায় স্বীকার, জড়িত সেই জঙ্গি গোষ্ঠী
ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) একটি প্রক্সি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীটি বহুদিন ধরেই কাশ্মিরকেন্দ্রিক নাশকতায় লিপ্ত আছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মীও নিহত হন। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। 

এদিকে হামলার পর ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বর্তমানে সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

দুর্গম তৃণভূমি থেকে আহতদের সরিয়ে নেয়ার জন্য কাজ করছে হেলিকপ্টার। স্থানীয়রা আহতদের ঘোড়ায় চড়িয়ে দুর্গম এলাকাটি থেকে পেহেলগামে নিয়ে যেতে সাহায্য করছে।

জম্মু ও কাশ্মীর প্রশাসন অনন্তনাগ এবং শ্রীনগর উভয় স্থানেই জরুরি নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয় করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আটকা পড়া এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তা করার জরুরি ব্যবস্থা নিয়েছে।

এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোসহ বিমান সংস্থাগুলো শ্রীনগরে এবং সেখান থেকে অতিরিক্ত বিমান পরিচালনা করবে বলে জানিয়েছে।

এদিকে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন।

পোস্টে জয়সোয়াল আরও লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প নারকীয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলায় অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে লড়াই চালিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ