ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ইসলামের শিক্ষা দিতে লুবাবার বেশি ভালো লাগে

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৯:২৫:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৯:২৫:১২ অপরাহ্ন
ইসলামের শিক্ষা দিতে লুবাবার বেশি ভালো লাগে
অনেকদিন ধরেই ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসারের পাশাপাশি ফুড ভ্লগিং ও ট্যুর ভ্লগিংয়ে দেখা যাচ্ছে আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবাকে।

লুবাবা নিজেও জানিয়েছে, এখন সে ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে। 

এক সাক্ষাৎকারেও অনুরাগীদেরকে পরকালের কথা শোনায় সে; সঙ্গে সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানায়।

সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলীসহ শোবিজ অঙ্গনের অনেকেই। আর সামাজিক মাধ্যমে পুরস্কার গ্রহণের সেই  ভিডিওতে লুবাবাকে বলতে শোনা যায়, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে, আমি নিজেও শিখছি।’

ভিডিওটির ক্যাপশনে লুবাবা লেখে, ‘অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে।’

প্রসঙ্গত, সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিলেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও। এছাড়াও সিনেমাতে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ