ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে অনলাইন ক্লাস শুরু আগামী রবিবার

আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:৪৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৭:৪১:০১ অপরাহ্ন
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে অনলাইন ক্লাস শুরু আগামী রবিবার ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। রাজধানীর অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মতো, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলও আগামী রবিবার, ৪ আগস্ট ২০২৪ থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করবে।

 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত শুরু হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। এই সময়কালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে গ্রীষ্মকালীন / শিক্ষা বর্ষ সমাপনি অবকাশ চলছিল। তবে ছুটি শেষ হওয়ার পরেও, দেশে চলমান কারফিউ এবং নিরাপত্তার কারণে স্কুলগুলো তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। তবে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং ইন্টারনেট সেবা সচল থাকায় দেশের শীর্ষস্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুল এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলসহ অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে।

 

স্কলাসটিকা, একাডেমিয়া, এক্সেল একাডেমি, ম্যানগ্রোভ ইন্টারন্যাশনাল স্কুল এবং ডিভাইন স্ট্যান্ডার্ড স্কুল ইতোমধ্যে গত ২৯ জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু করেছে। মানারাত ইন্টারন্যাশনাল স্কুল, মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল এবং সামারফিল্ড স্কুল গত ৩১ জুলাই থেকে তাদের অনলাইন ক্লাস শুরু করেছে। প্লে-পেন স্কুল ও ইউনিভার্সাল টিউটোরিয়াল স্কুল ১ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরু করেছে।

 

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব স্কুল ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, "আমাদের শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করতে আমরা সচেষ্ট রয়েছি।"

 

অনলাইনে ক্লাস পরিচালনা নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন ধীরগতির ইন্টারনেট, তবে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে শিক্ষার্থীদের সেরা শিক্ষার পরিবেশ দিতে প্রতিশ্রুতিবদ্ধ এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল। স্কুল প্রশাসন আশা করছে যে, অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং এই নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের সাফল্য কামনা করছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ