ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

সড়কে ময়লা ফেলে আন্দোলন করছেন পরিচ্ছন্নতাকর্মীরা

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৩:৫৯:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৩:৫৯:১৬ অপরাহ্ন
সড়কে ময়লা ফেলে আন্দোলন করছেন পরিচ্ছন্নতাকর্মীরা
বকেয়া বেতনের দাবিতে নতুন বাজারের মূল সড়কে বাসা বাড়ি থেকে সংগ্রহ ময়লা ফেলে প্রতিবাদ জানাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। মূল সড়কে ময়লা আবর্জনা পরে থাকার কারণে এক সাইট ধরে চলাচল করছে যানবাহনগুলো, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২২  এপ্রিল) নতুন বাজার এলাকার মূল সড়কে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট বলেন, দুপুর ১টার দিকে নতুন বাজারে এ ঘটনা ঘটেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছে, তারা বেতনের দাবিতে এভাবে এখানে ময়লা ফেলেছে। তাদের এভাবে সড়কে ময়লা ফেলার কারণে এক সাইট দিয়ে যানবাহনগুলো চলাচল করায় যানবাহনগুলোর ধীর গতি সৃষ্টি হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, আমাদের বেতন পরিশোধ করেনি সংশ্লিষ্টরা। যে কারণে আমরা এভাবে রাস্তায় ময়লা ফেলেছি, দাবি আদায় করতে। আমাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি পেলে আমরা নিজেরাই সড়ক থেকে ময়লা তুলে ফেলবো।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান ঘটনাটির একটি ভিডিও তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে লিখেছেন, পরিচ্ছন্ন কর্মীরা বকেয়া বেতনের দাবিতে নতুনবাজার এলাকায় রাস্তার মাঝখানে ময়লা ফেলে আন্দোলন করছেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ