এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ৭৫ জন পরীক্ষার্থী বহিষ্কার
আপলোড সময় :
২২-০৪-২০২৫ ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৫ ০৯:৩৬:৪১ পূর্বাহ্ন
এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ৭৫ জন পরীক্ষার্থী এবং তিনজন কক্ষ পরিদর্শকসহ মোট ৭৮ জন বহিষ্কৃত হয়েছেন; অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ১২০ জন পরীক্ষার্থী।
এসএসসি ও সমমানের চতুর্থ দিনের পরীক্ষা শেষে সোমবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এদিন এসএসসিতে গণিত ও দাখিলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়। এসএসসি ও দাখিল ভোকেশনালে কোনো পরীক্ষা ছিল না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চতুর্থ দিনে ২৮ হাজার ১২০ জন পরীক্ষার্থীর অনুপস্থিতি এবং ৭৮ জন বহিষ্কৃত হওয়ার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন পরীক্ষায় ১৬ লাখ ৬২ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৬ লাখ ৩৪ হাজার ২৩ জন।
পরীক্ষার ৩ হাজার ১৪টি কেন্দ্রের মধ্যে বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ৩ হাজার ৭টি কেন্দ্রের তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স