ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:১২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:১২:৪৯ অপরাহ্ন
ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় আজও বৃষ্টিসহ বজ্র বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ