পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শোক
আপলোড সময় :
২২-০৪-২০২৫ ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৫ ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিএনপ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ এই ধর্মগুরুর মৃত্যুতে সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক মহান আত্মা—যিনি সহানুভূতি, বিনয় এবং শান্তি ও আন্তঃধর্মীয় সংলাপের জন্য আজীবন কাজ করে গেছেন।’
তারেক রহমান আরও বলেন, ‘মানব মর্যাদা রক্ষায় তার নৈতিক স্পষ্টতা ও অটল অঙ্গীকার তাকে বিশ্বের সব ধর্ম ও জাতির মানুষের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।’
বিএনপি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পোপের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ক্যাথলিক সম্প্রদায়সহ বিশ্বের সব শোকাহত মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পোপ ফ্রান্সিসের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
উল্লেখ্য, বহু বিষয়ে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত পোপ ফ্রান্সিস সোমবার ৮৮ বছর বয়সে মারা যান।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স