গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯
আপলোড সময় :
২২-০৪-২০২৫ ০৯:০৫:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-০৪-২০২৫ ০৯:০৫:০৬ পূর্বাহ্ন
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ হাজার ২৪০ জন। খবর মেহের নিউজের।
সোমবার (২২ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নতুন করে ৬২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মোট আহতের সংখ্যা এখন ১ লাখ ১৬ হাজার ৯৩১ জন।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর এই গণহত্যামূলক আগ্রাসন অব্যাহত রয়েছে। যার ফলে প্রতিদিনই বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বহু লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গাজা সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। যা নিয়ে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৬২ হাজারেরও বেশি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স