ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা নিয়ে ওমর সানির স্ট্যাটাস

আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১০:২২:৪০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১০:২২:৪০ পূর্বাহ্ন
প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা নিয়ে ওমর সানির স্ট্যাটাস
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। এ নিয়ে এবার কথা বলেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানি।

রোববার (২০ এপ্রিল) ফেসবুক স্ট্যাটাসে তিনি এই ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেছেন রাষ্ট্রের কাছে। 

স্ট্যাটাসে ওমর সানি লেখেন, ‘মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো এতে করে একটা প্রাণ চলে যাবে? রাষ্ট্র মেয়ে দু’টার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই। রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।’

এদিকে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার এই ঘটনা নিয়ে গণমাধ্যমে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ