বেশি জন্মদানে উৎসাহিত করতে তুরস্কে আর্থিক পুরষ্কার ঘোষণা
আপলোড সময় :
২১-০৪-২০২৫ ১০:২১:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-০৪-২০২৫ ১০:২১:৩৩ পূর্বাহ্ন
মুসলিম অধ্যুষিত তুরস্কে বিবাহের হার কমে যাওয়া, ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এমন বাস্তবতায় দেশে জন্মহার বাড়াতে বেশ কিছু নীতি ঘোষণা করেছেন।
দ্য নিউ আরবের বরাতে জানা যায়, এরদোয়ানের হাতে নেয়া নতুন প্রকল্প অনুযায়ী তুরস্কে বসবাসরত যেসব দম্পতি সন্তান নেবেন তারা আর্থিক সহায়তা পাবেন।
এতে বলা হয়, প্রথম সন্তানের জন্য দম্পতিরা এককালীন ৫ হাজার লিরা পাবেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্ম হলে তার জন্য মাসিক ১ হাজার ৫০০ লিরা ভাতা দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় সন্তানের পর যেন দম্পতিরা তৃতীয় সন্তান নিতে উদ্বুদ্ধ হন সেজন্য তৃতীয় সন্তানের জন্য মাসিক ৫ হাজার লিরা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যা ১৩২ ডলারের সময়। আর বাংলাদেশি অর্থে এটি ১৭ হাজার টাকার সমান। তুরস্কের যেসব মানুষ বিদেশে থাকেন করেন তারাও এ সুবিধা গ্রহণের জন্য ওই দেশের টার্কিস দূতাবাস অথবা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জন্মহার কমা ও বয়স্কের সংখ্যা বাড়ার বিষয়টি তুরস্কের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি সমাধানে এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।
জীবনমানের ব্যয় বেড়ে যাওয়ায় তুরস্কে অনেকে বিয়ে করতে চান না। বিয়ে করলেও সন্তান নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে অনীহা দেখা যায়। নতুন যে পোগ্রামটি নেওয়া হয়েছে সেটি ‘তুরস্কের ভবিষ্যত ঝুঁকি’ মোকাবেলায় কাজ করবে বলে বলা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স