ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের গণমিছিল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:০৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:০৩:৪৩ অপরাহ্ন
বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের গণমিছিল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ

বৃষ্টি উপেক্ষা করেই শুক্রবার সকাল সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণমিছিল কর্মসূচি পালন করে। সব স্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপ্তিতে দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। গতকাল বৃহস্পতিবার গণসংগীত, পথনাটক, দেয়াললিখন, স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকাসহ অন্তত ১৬টি জেলা ও মহানগরে এই কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক ও আইনজীবীরাও অংশ নেন।

 

শুক্রবারের গণমিছিল কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানান। বৃষ্টি উপেক্ষা করেও এই গণমিছিলের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের দৃঢ়তা প্রকাশ পায়।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ