ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার পর ‘ভুল বোঝাবুঝি’ বলল ইসরায়েল

আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১০:০৩:২২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১০:০৩:২২ পূর্বাহ্ন
গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার পর ‘ভুল বোঝাবুঝি’ বলল ইসরায়েল
গাজায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং দমকল বিভাগের একটি বহরে হামলা গত ২৩ মার্চ হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে জাতিসংঘের কর্মীসহ ১৫ জন নিহত হন।

রোববার (২০ এপ্রিল) ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ‘ভুল বোঝাবুঝি’ থেকে গাজায় ১৫ জন চিকিৎসাকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে ইসরায়েল। 
 
আইডিএফের দাবি, অভিযান সংক্রান্ত ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে। তাদের সেনারা ভেবেছিল দ্রুতগতির গাড়িগুলো শত্রু বাহিনীর। বলা হয়, হেডলাইট বন্ধ ছিল, অনুমতি ছাড়া গাড়িগুলো এগিয়ে এসেছিল।
 
তবে নিহত এক চিকিৎসা কর্মীর মোবাইল ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িগুলোতে হেডলাইট ও ফ্ল্যাশলাইট চালু ছিল। আর কর্মীরা হাই-ভিজ জ্যাকেট পরে ছিলেন। 
 
ভিডিও পর্যালোচনার পর আইডিএফ তাদের পূর্বের বিবৃতি সংশোধন করে এবং ভুল স্বীকার করে। এ ঘটনায় বরখাস্ত করা হয় সংশ্লিষ্ট ইউনিটের ডেপুটি কমান্ডারকে।
 
এর আগে বিবিসি জানায়, গাজায় ১৫ জন চিকিৎসাকর্মীকে হত্যার সময় ইসরাইলি সেনারা ১০০টিরও বেশি গুলি ছুড়েছে। এর মধ্যে কিছু গুলি মাত্র ১২ মিটার দূর থেকে করা হয়েছিল। একটি মুঠোফোনে ধারণ করা ভিডিওর ফরেনসিক অডিও বিশ্লেষণে এমনটি উঠে এসেছে। 
 
এদিকে, গাজায় অব্যাহত আছে দখলদার বাহিনীর বর্বরতা। রোববারও উপত্যকাজুড়ে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। তাদের অভিযানে শিশুসহ ৩৩ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার ২০০।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ