ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচিতে পুলিশের বাধা, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১১:৫৮:৪৭ পূর্বাহ্ন
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচিতে পুলিশের বাধা, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শিক্ষার্থীদের মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পুলিশি বাধা ও লাঠিচার্জের কারণে পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে, যেখানে পুলিশের ধাওয়ার মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

 

শিক্ষার্থীরা বিকেল থেকেই শহীদ মিনারে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালনের জন্য জড়ো হচ্ছিল। সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। পুলিশ তাদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়। পরে বালুরমাঠ এলাকায় গিয়ে কিছু শিক্ষার্থী স্বল্প পরিসরে মোমশিখা প্রজ্জ্বলন কর্মসূচি পালন শুরু করে, তবে পুলিশ আবারও তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ লাঠিচার্জ করে তাদের শহীদ মিনার থেকে বের করে দিয়েছে। শিক্ষার্থীরা প্রশ্ন করেন, "আমরা কেন শহীদ মিনারে আমাদের ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারব না?"

 

এ বিষয়ে সেখানে উপস্থিত অভিভাবক ধীমান সাহা জুয়েল বলেন, "শিক্ষার্থীরা তাদের নিহত ভাইদের শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয়েছিল। কর্মসূচিটি খুবই শান্তিপূর্ণ ছিল। কিন্তু পুলিশের একটি বিশাল দল তাদের লাঠিচার্জ করেছে। বার বার অনুরোধ করার পরও পুলিশ কোনো কথা শোনেনি এবং তাদের এই কর্মসূচিকে পণ্ড করেছে। অভিভাবক হিসেবে আমি পুলিশের এই ব্যবহারের প্রতিকার চাই।" এ ঘটনায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এমন ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন।





 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ