ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

নসরুল হামিদের ফ্ল্যাট-গাড়ি-ব্যাংক হিসাব ও ৩৭ কোটি টাকা জব্দের নির্দেশ

আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৩:২২:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৩:২২:০৯ অপরাহ্ন
নসরুল হামিদের ফ্ল্যাট-গাড়ি-ব্যাংক হিসাব ও ৩৭ কোটি টাকা জব্দের নির্দেশ
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে থাকা একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

রোববার (২০ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক সূত্র জানায়, নসরুল হামিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে। এই অর্থসহ তার ঢাকার পরীবাগ এলাকার প্রিয় প্রাঙ্গণে একটি ফ্ল্যাট এবং বনানীর পিপি টাওয়ারে অবস্থিত তিনটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। এই স্থাবর সম্পদের মোট মূল্য ধরা হয়েছে প্রায় ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা।

এছাড়া তার মালিকানাধীন তিনটি গাড়িও জব্দের আওতায় এসেছে। গাড়িগুলোর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা। দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ এবং হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করেন।

আবেদনে বলা হয়, নসরুল হামিদের এসব সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ