সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
আপলোড সময় :
২০-০৪-২০২৫ ০২:১৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৪-২০২৫ ০২:১৯:১৩ অপরাহ্ন
নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ সদস্যের প্রতিনিধি দল।
রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেছে।
অন্য প্রতিনিধিরা হলেন, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
এর আগে বৃহস্পতিবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তিন মাস সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল এনসিপি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স