প্রিন্স সালমানের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদি
আপলোড সময় :
২০-০৪-২০২৫ ০২:১৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৪-২০২৫ ০২:১৮:৩২ অপরাহ্ন
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে রিয়াদ যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২২ ও ২৩ এপ্রিল এ সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে এনডিটিভি। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির প্রথম সৌদি আরব সফর।
এর আগে ২০১৬ ও ২০১৯ সালে দুইবার সৌদি আরব সফর করেন ভারতের এই প্রধানমন্ত্রী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি, পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।
আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। এর আগে মোদির সৌদি সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স