কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা পৌঁছেছে প্রায় ১১ হাজার। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঢাকা মহানগরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন থানায় ২৭৪টি মামলা দায়ের করা হয়েছে। এ মামলাগুলোর ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমপি জানায়, সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকার বিভিন্ন থানা এলাকায় ২৭৪টি মামলা দায়ের হয়েছে এবং ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার আশপাশের থানা এলাকায়, যেমন ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহারে ২৬টি মামলা হয়েছে এবং ২৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুরে মোট ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে গতকাল গ্রেপ্তার হয়েছেন ১০ জন। নারায়ণগঞ্জে মোট ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, গতকাল গ্রেপ্তার হয়েছেন ৫ জন।
চট্টগ্রাম মহানগরে গত বুধবার রাতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ফলে চট্টগ্রাম মহানগর ও জেলায় মোট গ্রেপ্তার দাঁড়িয়েছে ৯৮৯ জনে। এ অঞ্চলে ৩৪টি মামলায় ৩৮ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি এড়াতে সতর্কতা অবলম্বন করা হবে।