ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

যুক্তরাষ্ট্রজুড়ে যে কারণে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১০:৩৫:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১০:৩৫:৪১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রজুড়ে যে কারণে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয়েছে। 

স্থানীয় সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের বিপ্লবী যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউজের সামনে থেকে শুরু করে নিউইয়র্ক, ম্যাসুচুসেটস, ওয়াশিংটন ডিসিসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাম্প বিরোধীরা এ বিক্ষোভ আয়োজন করেন।

এ সময় বিভিন্ন রাজ্যের সড়কে বড় ও ছোট আকারের এ বিক্ষোভগুলোতে ট্রাম্পের অধীনে দেশটির গণতান্ত্রিক রীতিনীতির জন্য হুমকি হিসেবে দেখা বিষয়গুলোর সমালোচনা করেছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে আসা ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক রাজমিস্ত্রি জানান, তিনি মনে করেন যে মার্কিনিরা বর্তমানে তাদের নিজ সরকারের আক্রমণের মুখে রয়েছে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাক-স্বাধীনতার জন্য এটি (বর্তমান) খুবই বিপজ্জনক সময়। আমি চাচ্ছিলাম আমার ছেলেরা এ দেশের স্বাধীনতার বিষয়ে জানুক, কারণ কখনও কখনও আমাদের স্বাধীনতার জন্য আবারও লড়াই করতে হবে।’

এদিকে ট্রাম্পের বিলিয়নেয়ার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে টেসলা গাড়ির ডিলারশিপ শো-রুমের বাইরে প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।

সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকাজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ দেখা গেছে। এপ্রিলের শুরুতে ট্রাম্প এবং বিলিয়নেয়ার মাস্কের বিরোধীরা ফেডারেল সরকারের আকার কমানো, অর্থনীতি, মানবাধিকার এবং অন্যান্য ইস্যুতে প্রশাসনের পদক্ষেপের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ করে।

নাগরিক অধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়ন, এলজিবিটিকিউ অ্যাডভোকেট, ভেটেরান ও নির্বাচনবিষয়ক অধিকারকর্মীসহ ১৫০টি গ্রুপ ১ হাজার ২০০টিরও বেশি ‘হ্যান্ডস অফ!’ প্রতিবাদ করেছেন।

আয়োজকরা বলছেন, তারা ট্রাম্পের নাগরিক অধিকার ও সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, যার মধ্যে রয়েছে অভিবাসীদের ব্যাপক নির্বাসনের প্রচেষ্টা এবং হাজার হাজার কর্মীকে বরখাস্ত করে ফেডারেল সরকারের আকার কমানো ও সংস্থাগুলোকে কার্যকরভাবে বন্ধ করার চেষ্টা।

ট্রাম্প বিরোধী কিছু বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিপ্লবী যুদ্ধের চেতনাকে সম্পৃক্ত করে বিক্ষোভকারীরা ‘কোনো রাজা নয়’ স্লোগান দেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান।

কনকর্ডের বিক্ষোভে অংশ নিয়ে বোস্টনের বাসিন্দা জর্জ ব্রায়ান্ট বলেন, ট্রাম্প দেশটিকে ‘পুলিশি রাষ্ট্র’ বানিয়ে ফেলছেন কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে আমার।

এ ব্যক্তির হাতে একটি সাইন ছিল, যাতে লেখা ছিল, ‘ট্রাম্পের ফ্যাসিস্ট সরকারকে এখনই বিদায় নিতে হবে।’

ব্রায়ান্ট আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) আদালতের নির্দেশ অমান্য করছেন। তিনি শিক্ষার্থীদের অপহরণ করছেন…এটি ফ্যাসিবাদ।’

ওয়াশিংটনে বিক্ষোভে আসা বব ফ্যাসিক বলেন, তিনি হোয়াইট হাউজের সামনে সমাবেশে এসেছেন সাংবিধানিকভাবে সুরক্ষিত ন্যায়বিচারের যথাযথ অধিকার এবং সামাজিক নিরাপত্তা ও অন্যান্য ফেডারেল সুরক্ষা কর্মসূচির ওপর ট্রাম্প প্রশাসনের হুমকি নিয়ে উদ্বেগের কারণে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ