ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

গাজায় শুক্রবারেই নিহত ৬৪

আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১১:১৬:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১১:১৬:৩২ পূর্বাহ্ন
গাজায় শুক্রবারেই নিহত ৬৪
যুদ্ধবিধ্বস্ত গাজায় অব্যাহত বিমান হামলায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত একদিনে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও বহুসংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার লাইভ আপডেট থেকে শনিবার (১৯ এপ্রিল) সকালে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি হামলায় গতকালে নিহতদের মধ্যে অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে গতকাল মধ্য,উত্তর ও দক্ষিণাঞ্চলসহ পুরো গাজাজুড়ে সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী।

বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে শাবৌর এবং তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা চালাচ্ছে। সূত্রের বরাতে জানা গেছে, এই দুই ঘাঁটি থেকেই পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা।

শুক্রবারের হতাহত মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজারের ওপরে। আর আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজারে। যার ৫৬ শতাংশই বেসামরিক ফিলিস্তিনি নারী ও শিশু।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ