ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, আটকা অনেকে

আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১১:০৯:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১১:০৯:০৯ পূর্বাহ্ন
দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, আটকা অনেকে
ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা থাকতে পারে।   

দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা বলেছেন, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। আহতদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

দিল্লির কিছু অংশে শুক্রবার দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়। এরপরই ভবন ধসের এই ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ