ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১১:০৪:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১১:০৪:০৯ পূর্বাহ্ন
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে মোহাম্মদ আকরাম হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান।

আকরাম হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের দিনমজুর মোরশেদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভাব-অনটনের সংসার আকরামের বাবার। সংসারের হাল ধরতে একটি প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েল্ডারের কাজ শেখেন তিনি। দালালের মাধ্যমে প্রায় আট মাস আগে  রাশিয়ায় যান। খরচ হয় ৬ লাখ টাকার বেশি। রাশিয়ায় পৌঁছে একটি চীনা প্রতিষ্ঠানে কাজ পান আকরাম। পারিশ্রমিক হিসেবে যে বেতন পেতেন তাতে নিজের খরচ শেষে মাসে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা বাড়িতে পাঠাতে পারতেন। 

গত আড়াই মাস আগে রাশিয়ার এক দালালের খপ্পরে পড়ে অধিক উপার্জনের আশায় দেশটির সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক পদে যোগ দেন আকরাম। পরে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেন। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যুদ্ধে অংশগ্রহণের ছবিও পোস্ট করেন আকরাম। তবে পরিবারের বারবার নিষেধ সত্ত্বেও আকরাম জানান, আর ফিরে আসার সুযোগ নেই তার।

১৩ এপ্রিল থেকে আকরামের সঙ্গে পরিবার এবং রাশিয়ায় থাকা পরিচিতজনদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর ১৮ এপ্রিল আকরামের এক সহযোদ্ধা ফোন করে জানান, ইউক্রেনের মিসাইল হামলায় আকরাম নিহত হয়েছেন।

আকরামের মা মোবিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের কণ্ঠ শুনি না বহুদিন। ছেলেরে কত নিষেধ করলাম, বুঝালাম। সে বলল, সুযোগ নেই। এখন আমি আমার ছেলেরে আর পাব কই। তার কণ্ঠও শুনব না কেনোদিন আর। 

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। সেখান থেকে পরামর্শ দেওয়া হয়েছে, মরদেহটি কোথায় আছে সেটি পরিবারকে প্রথমে শনাক্ত করতে হবে। সেই অনুযায়ী কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদনের পর তারা ব্যবস্থা নেবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ