বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে টাইগ্রেসরা
আপলোড সময় :
১৯-০৪-২০২৫ ১১:০১:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৯-০৪-২০২৫ ১১:০১:৩১ পূর্বাহ্ন
আইসিসি নারী বিশ্বকাপে মূল পর্ব নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস ভাগ্য সহায় হয় বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিগার সুলতানা জ্যোতির দল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯ রান।
বাছাইপর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচেই অনেকটা ঝুলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। এই ম্যাচে জয় পেলেই অষ্টম দল হিসেবে নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষেও ফেবারিট দল হিসেবে মাঠে নেমেছে তারা। তবে বাংলাদেশও দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তাই স্বাগতিকদের বিপক্ষে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে থাকবে নিগার সুলতানা জ্যোতির দল।
এর আগে বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে টানা জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায় টাইগ্রেসরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দপতন হয় জ্যোতিদের। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ উইকেটে পরাজয় বরণ করে দলটি।
বাছাইপর্বে টানা ৪ জয় নিয়ে সপ্তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে পাকিস্তান। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। আগামীকাল জয় পেলেই নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট। তবে হেরে গেলেও সুযোগ থাকবে মূল পর্বে যাওয়ার। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
অবশ্য পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলটির বিপক্ষে সবশেষ ১০ দেখায় ৬ টিতেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
সবশেষ ২০২৩ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। আর এই পরিসংখ্যান টাইগ্রেসদের কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে। সবমিলিয়ে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকেরা।
বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, ফারজানা হক পিংকী, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।
পাকিস্তান একাদশ : শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও নাশরা সুন্ধু।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স