এবার কার প্রেমে মজলেন হানি সিং
আপলোড সময় :
১৯-০৪-২০২৫ ১১:০০:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৯-০৪-২০২৫ ১১:০০:৩৪ পূর্বাহ্ন
ভারতের জনপ্রিয় পপ তারকা হানি সিং জীবনে জড়িয়েছেন বহু নারীর সাথে। বছর দুয়েক আগে ১১ বছরের সংসারও ভেঙ্গেছে তার।
কখনো মাদক, কখনো বা তার গানের কথা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু এসব বাদ দিয়ে এবার তিনি প্রেমের জন্য আলোচনায় উঠে এলেন।
প্রেমিকার জন্মদিনে কেক কাটা পর্ব চলছে। তার পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপনে যোগ দিয়েছেন র্যাপার। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে হানির প্রেম নিয়ে। কিন্তু কে সেই প্রেমিকা? জানা গেছে এই নারী আসলে মিশরের এক মডেল। তার নাম এমা বাকর।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হানি নিজেই জন্মদিনের একটি ভিডিও শেয়ার নেন। সেখানে দেখা যায়, এমার জন্য এক বিলাসবহুল রেস্তোরাঁয় বিশেষ চমকের আয়োজন করেছেন হানি। কেক কাটার পরে নিজের বাহুডোরে এমাকে আগলে নেন হানি। দুজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত প্রেমেই পড়েছেন র্যাপার। রেস্তোরাঁতেও পাশাপাশি বসেছিলেন দুজনে।
এর আগে শালিনী তলওয়ারের সঙ্গে টানা ১১ বছর সংসার করেন হানি। ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তার পরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স