ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী কারা

আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০৩:১০:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০৩:১০:৫৮ অপরাহ্ন
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী কারা
টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শনিবার, যেখানে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ, সঙ্গে আছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে রয়েছেন বিশিষ্ট অভিনয়শিল্পীরা মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান।

কমিশনার নরেশ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ৬৯৯ জন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "নির্বাচনের পরিবেশ চমৎকার। প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার চেয়ে প্রক্রিয়াটাকেই গুরুত্ব দিচ্ছেন। আশা করছি, একটি সুষ্ঠু ও আনন্দঘন নির্বাচন অনুষ্ঠিত হবে।"

সভাপতি পদে লড়ছেন আজাদ আবুল কালাম এবং আব্দুল্লাহ রানা

সহ-সভাপতি পদে লড়ছেন ৬ জন আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম, শামস সুমন

সাধারণ সম্পাদক পদে লড়ছেন শাহেদ শরীফ খান এবং রাশেদ মামুন অপু

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৫ জন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল, রাজিব সালেহীন

সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু এবং হিমে হাফিজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর এ আলম নয়ন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন তানভীর মাসুদ

অনুষ্ঠান সম্পাদক পদে ৩ জন হলেন এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা, শাহরিয়ার ফেরদৌস সজীব

আইন ও কল্যাণ সম্পাদক ২ জন হলেন সুবর্ণা মজুমদার, সুচন্দা সিকদার

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মুকুল সিরাজ, প্রিন্স রনি

তথ্য ও প্রযুক্তি সম্পাদক তিনজন হলেন আর এ রাহুল, নিলাভ আমান, মাহাদি হাসান পিয়াল

কার্যনির্বাহী সদস্য তে ৭টি পদের বিপরীতে প্রার্থী ১১ জন

বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না, ফলে নতুন নেতৃত্বের হাতেই উঠছে অভিনয়শিল্পীদের এই সংগঠনটির দায়িত্ব।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ