ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন আইসিসি প্রসিকিউটর করিম খান

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১১:৩৪:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১১:৩৪:১১ পূর্বাহ্ন
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন আইসিসি প্রসিকিউটর করিম খান ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও মূল্যবোধের প্রতি গভীর প্রশংসা ও সমর্থন ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের সময় করিম খান এই সমর্থন জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রসিকিউটর করিম খান বলেন, বিশ্বব্যাপী ন্যায়বিচার ও জবাবদিহিতা রক্ষায় এবং আন্তর্জাতিক আইনি ব্যবস্থায় বাংলাদেশের অবদান ও সহযোগিতা প্রশংসনীয়। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মু. রিয়াজ হামিদুল্লাহও বৈঠকে উপস্থিত ছিলেন।

 

তিনি আরও বলেন, "বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা ও মানবিকতা দেখে আমি মুগ্ধ। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ৭ বছর ধরে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশ যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা আমি অনুধাবন করি।"

 

বৈঠকে ড. হাছান মাহমুদ গাজা, ইউক্রেন ও রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আইসিসি প্রসিকিউটরের ভূমিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা ইস্যুর গুরুত্ব তুলে ধরে বলেন, "বিভিন্ন বৈশ্বিক ইস্যুর ফলে রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচারের আহ্বান মনোযোগ কম পাচ্ছে এবং এটিকে শুধুমাত্র বাংলাদেশের উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির ফলে বাংলাদেশে বৃহত্তর আর্থসামাজিক চ্যালেঞ্জ এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে।" এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা আশা করেন।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ