হামাসের যুদ্ধবিরতি নাকচের জবাবে যা বলল ইসরায়েল
আপলোড সময় :
১৮-০৪-২০২৫ ০২:৩৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৪-২০২৫ ০২:৩৮:৫৪ অপরাহ্ন
হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, এখনই সময় হামাসের বিরুদ্ধে ‘জাহান্নামের দরজা খুলে দেওয়ার’।
শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামাসের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের দেয়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে নাকচ করার জবাবে এ প্রতিক্রিয়া দেখাল ইসরায়েল।
এর আগে, গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা জোরদারের প্রস্তাব দিলেও হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়্যা এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আংশিক চুক্তি আমরা মানব না।
ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী, ৪৫ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০ জিম্মিকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হামাস দাবি করেছে, সব ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির শর্তে আলোচনা করতে প্রস্তুত তারা। বর্তমানে গাজায় ৫৯ জন ইসরায়েলি নাগরিক আটক রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫১ হাজার ৬৫ জন নিহত হয়েছেন বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স