আইনমন্ত্রী আনিসুল হক আশ্বস্ত করেছেন যে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে কারাগারে পাঠানো হবে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, "বিচার বিভাগ স্বাধীন হলেও প্রসিকিউশন আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার ঘটনায় সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী বা মাইনর, তাদের জামিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।"
আইনমন্ত্রী আরও বলেন, "তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। যারা অপরাধ করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।" সরকারের এ ধরনের উদ্যোগে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি ও অযথা কারাভোগ থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।