ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ১১:৩২:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ১১:৩২:১৪ পূর্বাহ্ন
বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে
প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হয়। 

বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ তার দেশের নেতৃত্ব দিচ্ছেন।

জানা গেছে, এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব ইস্যুসহ ইসলামাবাদের কাছে একাত্তরের ক্ষতিপূরণ চাইতে পারে ঢাকা।

এর আগে গতকাল দুপুরে ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলোচ। 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে। মোটা দাগে বাণিজ্য, বিনিয়োগ, কানেকটিভিটি; বিশেষ করে আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। 

এছাড়া, সার্ক, ওআইসি, ডি-৮ এর মতো প্ল্যাটফর্মগুলোতে আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

সূচি অনুযায়ী, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে পাকিস্তানের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার সামাজিকমাধ্যমে জানান, স্বাধীনতার আগে ৪.৫২ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ পাকিস্তান থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মূলত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চলতি মাসের শেষে ঢাকা সফর করার কথা। সেই সফরের বিষয়বস্তু চূড়ান্ত করতেই দেশটির সচিব ঢাকা সফরে আসছেন।

বিগত ২০১২ সালে পাকিস্তানের ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ঢাকা সফর করেন। সে হিসেবে এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন। ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য ইসলামাবাদ ব্যাপক গুরুত্ব দিচ্ছে। আসন্ন সফরকে কেন্দ্র করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গত মার্চে ঢাকা সফর করেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ