ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৭:২৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৭:২৩:৩২ অপরাহ্ন
নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ
অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী এয়ারলাইন্স কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ ঘোষণা করেছেন আদালত। 

বুধবার (১৬ এপ্রিল) এ মামলায় সাক্ষগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমানের জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবীরা। 

এরপর আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেন। এ মামলায় ৯ জনের সাক্ষ্য শেষ হয়েছে। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। 

পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ করা হয়। এ অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ