প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
আপলোড সময় :
১৬-০৪-২০২৫ ০২:২৫:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৫ ০২:২৫:৪৮ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। এ বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় জানতে চাইবে বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা ওই বৈঠক শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বৈঠকের এজেন্ডা ঠিক করতে দলটির স্থায়ী কমিটির বৈঠকও হয়েছে।
বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলেছেন, "এবার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তুটি খানিকটা ভিন্ন। আমরা মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতেই যাচ্ছি।"
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সম্প্রতি সরকারের একজন উপদেষ্টার মন্তব্য, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংশোধিত বিজ্ঞপ্তি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স