ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:২০:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:২০:০৮ পূর্বাহ্ন
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। দেশটির জনগণই ঠিক করবে, তারা কীভাবে এসব চ্যালেঞ্জের মোকাবিলা করবে। 

মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্যামি ব্রুস।  

এ দিনের ব্রিফিংয়ে ব্রিটিশ এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়েও প্রশ্ন ওঠে। টিউলিপের বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অভিহিত করেছেন ট্যামি ব্রুস।

ব্রিফিংয়ে বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ-বিক্ষোভ, বিভিন্ন দোকান ও ব্র্যান্ডে হামলা এবং ইসলামি চরমপন্থার উত্থান নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ট্যামি ব্রুস বলেন, আপনার বক্তব্য শুনেছি আমি। আমি আপনার উদ্বেগের প্রশংসা করি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। এই দেশ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি, বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে।

তিনি বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত। এ ধরনের বিষয় এবং সাম্প্রতিক প্রতিবাদগুলো বাংলাদেশ সরকারের দায়িত্বের আওতায় পড়ে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে—যেমনটা আপনারা উল্লেখ করেছেন এবং আমরা বিভিন্ন রিপোর্টেও দেখেছি। 

নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের এই মুখপাত্র বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না। গণতন্ত্রও গুরুত্বপূর্ণ। মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কীভাবে এই সমস্যার মোকাবিলা করবে। গত ২০-২৫ বছর ধরে আমরা দেখেছি, ভুল সিদ্ধান্ত কীভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ