ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১১:১৩:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১১:১৩:১৮ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং দুই মাস ধরে চলবে। এই সময়ের মধ্যে রেসিডেন্সি ভিসায় অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধতা লাভের সুযোগ পাবেন।

 

বৃহস্পতিবার গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই নতুন আইনের আওতায় অবৈধ প্রবাসীরা নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফিরে যেতে পারবেন।

 

জানা গেছে, ২০২০-২১ সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা ওপেন করা হলে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। তাদের মধ্যে অনেকেই ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও, কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অবৈধ অবস্থানে পড়ে যান। এই অবৈধ অভিবাসীর সংখ্যা কয়েক হাজারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

প্রসঙ্গত, ২০১৮ সালে আমিরাতে সাধারণ ক্ষমার সময় প্রায় ৫০ হাজার বাংলাদেশি এই সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

এই সাধারণ ক্ষমা উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ অভিবাসীদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করেছে, যা তাদের বৈধভাবে অবস্থান করতে সহায়তা করবে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ