বিসিবিতে দুদকের অভিযান
আপলোড সময় :
১৫-০৪-২০২৫ ০২:৫২:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৫ ০২:৫২:৩১ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।
জানা যায়, বিসিবির পুরোনো ফাইল ঘাটাঘাটি ও বিপিএলের দুর্নীতি তদন্তের জন্য বিসিবিতে হানা দিয়েছে দুদক।
মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট কালোবাজারির হয়েছে এবং অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে সেগুলো খতিয়ে দেখছেন। এসব দুর্নীতির সঙ্গে করা জড়িত ছিলেন এবং এতে কারা লাভবান হয়েছেন তা খতিয়ে দেখছে দুদক।
এছাড়াও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ রয়েছে। এরই মধ্যে এসব অভিযোগের তদন্ত করছে দুদক।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স