নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
আপলোড সময় :
১৫-০৪-২০২৫ ১১:২৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৫ ১১:২৮:৫৯ পূর্বাহ্ন
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ।
হালুৎজ ইসরায়েলি চ্যানেল ১২ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো।
সাবেক এ ইসরায়েলি সেনাপ্রধান বলেছেন, একজন শত্রু যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ এবং তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। শত্রুকে দমন করা উচিত অথবা বন্দি করা উচিত, তবে হত্যা করা উচিত নয়।
নেতানিয়াহুর লিকুদ পার্টি হালুৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। দলটি বলেছে, “গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থিদের উৎসাহিত করবে।”
দলটি আরও বলেছে, “আইডিএফ (সেনাবাহিনীর) ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দি করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়।”
হালুৎজের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় করা হলো যখন ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে জোরালো আহ্বান জানিয়ে চলেছেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স