ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে যা বলল হামাস

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:২২:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:২২:০৩ পূর্বাহ্ন
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে যা বলল হামাস
গাজার শাসক দল হামাসকে মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের মাধ্যমে যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল, যা ইতোমধ্যে হামাসের কাছে পৌঁছেছে।

মিসরের সরকারি টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছে।

হামাসের মুখপাত্র আবু জুহরি ইসরায়েলের দেওয়া নতুন প্রস্তাব পাবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তারা প্রস্তাবনা পর্যালোচনা করছেন এবং দ্রুত সম্ভব সম্ভব এ ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করবে।

এ প্রস্তাবনায় প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রিকরণের দাবি জানিয়েছে এবং একই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস যদি নিজেদের নিরস্ত্র করতে সম্মত হয়, কেবল তাহলেই গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে গোষ্ঠীটির সঙ্গে পরবর্তী আলোচনার সেশন শুরু করবে ইসরায়েল।

হামাস এই শর্ত মানবে কি না, এখনও তা অনিশ্চিত। 

রয়টার্সকে এ ইস্যুতে আবু জুহরি বলেন, হামাসের নিরস্ত্রিকরণ ইস্যুটির সঙ্গে অন্তত ১০ লাখ রেডলাইন যুক্ত। নতুন প্রস্তাব নিয়ে গোষ্ঠীর হাইকমান্ড আলোচনায় বসবেন। দেখা যাক কী সিন্ধান্ত নেন তারা।

তিনি আরও বলেছেন যে হামাস যত শিগগির সম্ভব এ ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে।

এর আগে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছিল হামাস। সেখানে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে সম্মত হয়, তাহলে হামাসও গাজায় বন্দি সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে।

তবে নিরাপত্তার অজুহাতে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়নি ইসরায়েল। ফলে জিম্মিরাও মুক্তি পায়নি।

তবে এবার হামাস শিগগিরই প্রতিক্রিয়া জানাবে বলে আশা করছেন মধ্যস্থতাকারীরা। মিসরের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, হামাস এখন খুব ভালো করেই জানে যে সময় কত মূল্যবান এবং আমার বিশ্বাস, তারা শিগগিরই এ প্রস্তাবে সাড়া দেবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ