ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১০:৫৬:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১০:৫৬:১০ পূর্বাহ্ন
ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লিভারপুলের প্রাক্তন কোচ জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লপ সম্প্রতি সময়ে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত লিভারপুলের দায়িত্ব পালন করে ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যান ক্লপ। তার অধীনে লিভারপুল জিতেছে ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা এবং ক্লাব বিশ্বকাপসহ আরও অনেক শিরোপা।

 

সম্প্রতি গুঞ্জন উঠেছে, ইউরোর পর ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন ক্লপ। একই সাথে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনাও নিয়ে আলোচনা চলছে। তবে ৫৭ বছর বয়সী এই কোচ এই সব গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন যে তিনি আরও কিছুদিন ফুটবল থেকে দূরে থাকতে চান।

 

বুধবার উরজবার্গে কোচস কংগ্রেসে নিজের কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ক্লপ। সেখানে তাকে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ইংল্যান্ডের কোচ হওয়া? আমি যদি বলি আমি ব্যতিক্রমী কিছু করব, তাহলে তাতে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতিটা হবে। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এর চেয়ে খারাপ সময় আর হতে পারে না।"

 

নিজের পরবর্তী গন্তব্য নিয়ে ক্লপ আরও বলেন, "কে আমাকে কল করল, তাতে কিছু যায় আসে না। আমার পদত্যাগের বিবৃতিতে জানিয়েছি, আমি এক বছরের জন্য কোনো জাতীয় দল বা ক্লাবের কোচ হতে পারব না। কিছু লোক অবশ্যই সেই অংশটি মিস করে ফেলেছে।" আবার করে ডাগআউটে দেখা যাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে ক্লপ বলেন, "সামনে আমি কিছু একটা নিয়ে কাজ করব। আমার এখনো প্যাডেল টেনিস খেলা এবং শুধু আমার নাতি-নাতনিদের সঙ্গে খেলে সময় কাটানোর বয়স হয়নি। আমি কী আবার কোচিং করাব? আমি এই মুহূর্তে সেই সম্ভাবনা বাতিল করে দেব। আমরা দেখব আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি কেমন হবে। এই মুহূর্তে কিছুই হচ্ছে না, এটা নিশ্চিত।"





 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ