ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

শোভাযাত্রায় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী

আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১১:১৪:০০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ১১:১৪:০০ পূর্বাহ্ন
শোভাযাত্রায় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী
বাংলা নববর্ষ ১৪৩২- কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এ শোভাযাত্রাটি বের হয়। এবার শোভাযাত্রায় ছোট, বড়, মাঝারি মিলে ২১টি মোটিফ রয়েছে। এ ছাড়া ২৮টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে শোভাযাত্রায়।

মোটিফগুলোর শুরুতে থাকছে ফ্যাসিবাদের মুখাকৃতি, এরপরে যথাক্রমে বাকি ছয়টি প্রধান মোটিফ- বাঘ, মাছ, পুতুল, পালকি, পানি লাগবে, ৩৬ জুলাই, তরমুজের পালি রাখা হয়েছে। মোটিফের পরে রাখা হয়েছে পটচিত্রগুলো। পটচিত্রগুলোর মধ্যে রয়েছে- পটচিত্র আকবর, পটচিত্র বেহুলা, গাজীর পট, পটচিত্র বনবিবি, পটচিত্র বাংলাদেশ ইত্যাদি। এ ছাড়াও রয়েছে মাঝারি ও ছোট মোটিফ।

জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে মারমা, ম্রো, চাকমা, খুমি ত্রিপুরা, পাঙখুয়া, রাখাইন, মনিপুরী, খাসিয়া, চা জনগোষ্ঠীসহ অনেকে।

শোভাযাত্রার নিরাপত্তা দিচ্ছে র‌্যাব, পুলিশের সোয়াট টিম, পুলিশ, বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ