ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে দফায় দফায় রকেট ছোড়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইডিএফের দাবি অনুযায়ী, এই রকেট হামলায় শুধুমাত্র পাঁচটি রকেট ইসরায়েলের ভূখণ্ড ভেদ করতে পেরেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে কাতিউশা রকেট ছুড়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের বিভিন্ন কমিউনিটিতে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। এর কিছুক্ষণ পরেই আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।
সম্প্রতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তিনজন শীর্ষ পর্যায়ের নেতা নিহত হওয়ার পর, হামাসের পাশাপাশি হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, যা নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে।