পয়লা বৈশাখ উদযাপন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
আপলোড সময় :
১৩-০৪-২০২৫ ০৯:১৯:০০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০৪-২০২৫ ০৯:১৯:০০ পূর্বাহ্ন
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন পয়েন্টসমূহ:
১৪ এপ্রিল (রোববার) ভোর ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে ডাইভারশন/ব্যারিকেড বসানো হবে। যান চলাচল বন্ধ থাকবে নিচের পয়েন্টগুলোতে:
১. বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ
২. পুলিশ ভবন ক্রসিং
৩. সুগন্ধা ক্রসিং
৪. কাকরাইল চার্চ ক্রসিং
৫. কদম ফোয়ারা ক্রসিং
৬. হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ)
৭. দোয়েল চত্বর
৮. রোমানা ক্রসিং
৯. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
১০. জগন্নাথ হল ক্রসিং
১১. রাজু ভাস্কর্য ক্রসিং
১২. নীলক্ষেত ক্রসিং
১৩. কাঁটাবন ক্রসিং
যানচলাচলের বিকল্প রুট:
১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখে:
যানবাহন বাংলামোটর হয়ে বামে ঘুরে মগবাজার হয়ে গন্তব্যে যাবে।
২. গোলাপশাহ মাজার-হাইকোর্ট থেকে শাহবাগ অভিমুখে:
যানবাহন কদম ফোয়ারা, ইউবিএল, নাইটিংগেল হয়ে গন্তব্যে যাবে।
৩. সায়েন্সল্যাব থেকে শাহবাগ অভিমুখে:
যানবাহন মিরপুর রোড ধরে আজিমপুর, চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে চলবে।
বিশেষ রুটসীমিত যানচলাচল (বেশিরভাগ আইনশৃঙ্খলা বাহিনীর জন্য):
নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল
মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা
শিল্পকলা একাডেমি গলি
কাঁটাবন থেকে পলাশী হয়ে নীলক্ষেত
দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল
আব্দুল গনি রোড
উদ্দেশ্য:
পহেলা বৈশাখের আনন্দ ও উৎসব নির্বিঘ্ন করতে এই রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার এবং পুলিশের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স