ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রাশিয়া ও পশ্চিমা দেশের বন্দিবিনিময়

মার্কিন সাংবাদিক গার্শকোভিচসহ ২৬ জন বন্দির মুক্তি

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন
মার্কিন সাংবাদিক গার্শকোভিচসহ ২৬ জন বন্দির মুক্তি ছবি: সংগৃহীত

স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বন্দিবিনিময় চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচসহ ২৬ জন বন্দি মুক্তি পেয়েছেন। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে তুরস্ক মধ্যস্থতা করেছে এবং সাতটি দেশ এতে অংশ নিয়েছে।

 

তুরস্কের উদ্যোগে সম্পন্ন হওয়া এই বন্দিবিনিময়ে রাশিয়ার কারাগার থেকে ১৬ জন মুক্তি পেয়েছেন, যাদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক, এক গ্রিনকার্ডধারী এবং জার্মানির পাঁচজন বন্দি অন্তর্ভুক্ত। এছাড়া, সাতজন রুশ রাজনৈতিক ভিন্নমতাবলম্বীও মুক্তি পেয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের কারাগার থেকে ১০ জন রুশ বন্দি মুক্তি পেয়েছেন, যাদের মধ্যে দুইটি শিশু রয়েছে।

 

মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সেনা পল হুইলেন, রুশ-মার্কিন দ্বৈত নাগরিক অলসু কুরমাশেভা এবং আমেরিকান গ্রিনকার্ডধারী ভ্লাদিমির কারা মুর্জা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুক্তি পাওয়া এই ব্যক্তিদের তুরস্কে পাঠানো হয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, "অন্যায়ভাবে রাশিয়ায় আটক থাকা এই বন্দিরা অবশেষে বাড়িতে পৌঁছাচ্ছেন।"

 

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তি পাওয়া রুশ বন্দিদের মধ্যে ১০ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে, তাদেরকে রাশিয়ায় পাঠানো হচ্ছে। এসব বন্দি যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির কারাগারে আটক ছিলেন। এই বড় আকারের বন্দিবিনিময় প্রক্রিয়া শান্তি ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ