বলিউডে আবার কীর্তি
আপলোড সময় :
১৩-০৪-২০২৫ ০৯:১৫:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০৪-২০২৫ ০৯:১৫:৪২ পূর্বাহ্ন
দক্ষিণি জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ আবারও অভিনয় করতে যাচ্ছেন বলিউডে। বলিউড অভিনেতা ও প্রযোজক রাজকুমার রাওয়ের সঙ্গে পারিবারিক বিনোদনধর্মী একটি ছবিতে কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। তবে এখনও ছবির গল্প সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে রাজকুমার রাও এবং তার স্ত্রী পত্রলেখা নতুন স্ক্রিপ্ট ও ট্যালেন্ট খুঁজছিলেন নতুন সিনেমা বানানোর জন্য। আর এই নতুন প্রজেক্টে তারা কীর্তিকে বাছাই করে নেন। যেখানে কীর্তি সুরেশকে দেখা যাবে রাজকুমার রাওয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে।
জানা গেছে, এ ছবির গল্প ঘুরপাক খাবে ভারতীয় শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে। একজন তরুণ পরিচালক এই সিনেমা নির্মাণ করতে চলেছেন এবং চিত্রনাট্যও চূড়ান্ত। তবে এখনও গল্পের নাম চূড়ান্ত হয়নি। এ ছাড়া এখনও নিশ্চিত নয় যে, ছবিটি থিয়েট্রিকাল রিলিজ হবে নাকি সরাসরি ওটিটিতে মুক্তি পাবে, তবে আশা করা যাচ্ছে শিগগির সিনেমাটির চূড়ান্ত ঘোষণা আসবে।
প্রসঙ্গত, বলিউডেও তার আত্মপ্রকাশ ছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত কালিসের পরিচালনায় নির্মিত ‘বেবি জন’ সিনেমার মধ্য দিয়ে। যেখানে তিনি বরুণ ধাওয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। ‘বেবি জন’ সিনেমাতে তাদের পাশাপাশি অভিনয় করেন ওয়ামিকা গাব্বি, সানিয়া মালহোত্রা, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স