ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ট্রাম্পের নতুন শুল্ক বসবে না যেসব পণ্যে

আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৯:১১:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৯:১১:১৭ পূর্বাহ্ন
ট্রাম্পের নতুন শুল্ক বসবে না যেসব পণ্যে
দ্বিতীয় দফায় হোয়াইট হাউজের ক্ষমতায় বসে উচ্চ শুল্ক আরোপ করে রীতিমতো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ান ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করলেও নানা বিবেচনায় পরে আবার ৯০ দিনের জন্য এ সিদ্ধান্ত স্থগিত করেন।

কিন্তু, যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ চীনের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত করেননি তিনি, বরং কয়েক দফা বাড়িয়ে চীনা পণ্যের ওপর ট্রাম্প ১৪৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন।

তবে, এবার চীনা কিছু পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যার মধ্যে রয়েছে স্মার্টফোন, কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য। এমনকি চীন থেকে আমদানি করা এসব পণ্যেও ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হবে না বলে শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

শুক্রবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে স্মার্টফোন ও কম্পিউটারের ওপর নতুন শুল্ক কার্যকর না হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের অধিকাংশ দেশের ওপর ট্রাম্পের আরোপিত ১০ শতাংশ শুল্ক ইলেকট্রনিক পণ্যে কার্যকর করা হবে না। চীন থেকে আমদানি করা পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা হলেও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ ছাড়া আরও যেসব পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে না সেগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ডসহ নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্র ও উপাদান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ