ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

হুইল চেয়ারে করে মার্চ ফর গাজায় জুলাই বিপ্লবে আহতরা

আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
হুইল চেয়ারে করে মার্চ ফর গাজায় জুলাই বিপ্লবে আহতরা
গাজায় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সবার মতো জুলাই বিপ্লবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনরাও। ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল-সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতরা।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এই চিত্র দেখা গেছে। এসময় সাধারণ মানুষদের সঙ্গে জুলাইয়ে আহতদেরও নারায়ে তাকবিরসহ বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে। 

মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া এসব জুলাই বিপ্লবে আহতদের একজন জরিফুল ইসলাম, মাথায় ফিলিস্তিনের পতাকা বেঁধে হুইল চেয়ারে করে শাহবাগে এসেছেন। তিনি বলেন, আমরা হয়তো হাঁটতে পারছি না, কিন্তু গাজার মানুষের পাশে দাঁড়াতে শরীর নয়, লাগে মন। সেই মন আমাদের এখানে এনেছে। ফিলিস্তিনবাসীর জন্য আমরা আমাদের জীবনটাও উৎসর্গ করে দিতে পারি। 

মীর সারওয়ার হোসেন নামের আরেকজন বলেন, হাসপাতালের বেডে শুয়ে ছিলাম। কিন্তু পাশেই গাজবাসীদের পক্ষ নারায়ে তাকবির স্লোগান শুনে আর শুয়ে থাকতে পারলাম না। স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে একবার আহত হয়েছি, এবার সুযোগ পেলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে যাবো। 

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান গণজমায়েতে বক্তারা গাজায় চলমান হামলার নিন্দা জানান এবং অবিলম্বে মানবিক করিডোর খোলার দাবি জানান। পাশাপাশি তারা বাংলাদেশের তরুণ প্রজন্মকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ