ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রাষ্ট্র সংস্কার সবাই চান: আলী রীয়াজ

আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:২৯:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:২৯:২০ অপরাহ্ন
রাষ্ট্র সংস্কার সবাই চান: আলী রীয়াজ
রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে চলমান আলোচনার গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের হলেও, এর মূল দাবি এসেছে জনগণের দীর্ঘদিনের গণতান্ত্রিক লড়াই থেকে।”

শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, “আমরা সবাই একমত যে, রাষ্ট্র সংস্কার এখন অপরিহার্য। বাংলাদেশ জাসদ দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে এসেছে। আমরা সেই চাহিদার প্রতিফলন দেখেছি অতীতের বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে।”

তিনি জানান, ইতোমধ্যে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ের এই আলোচনা চলতি মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর প্রয়োজন অনুসারে অন্যান্য দল ও অংশীজনের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করা হবে।

আলোচনার উদ্দেশ্য প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “সংলাপ কেবল মতামত বিনিময়ের জন্য নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার জায়গা খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। আমরা আশাবাদী, বেশ কিছু বিষয়ে আমরা একমত হতে পারব।”

জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান।

বাংলাদেশ জাসদের পক্ষে সংলাপে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। তার সঙ্গে ছিলেন ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেনসহ মোট ৯ জন প্রতিনিধি।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের অধীন জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। কমিশনটির নেতৃত্বে আছেন অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন—এই ছয়টি খাতে গঠিত পৃথক সংস্কার কমিশনগুলোর সুপারিশ একীভূত করেই জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে এই কমিশন।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ